সিলেটে আবে হায়াতের ফিল্টারের পানিতে ময়লা, ২০হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১১:৪৭:২০,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সিলেট শাহী ঈদগাহ কাজিটুলা এলাকায় ফিল্টারের পানিতে ভাসমান ময়লা থাকার কারণে আবে হায়াত ড্রিংকিং ওয়াটার ফিল্টার পানির কারখানাকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শাহী ঈদগাহ কাজিটুলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার সানজিদা চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর স্নিগ্ধু সরকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী বলেন, সাধারণ মানুষ নিরাপদ পানি হিসেবে যে ফিল্টার পানি ক্রয় করে ব্যবহার করে সেই পানিতে ভাসমান ময়লা, পানির পাত্রে লেভেলিং, নির্ধারিত পি.এইচ মান পরীক্ষা ও নির্দিষ্ট মেয়াদের উল্লেখ না থাকায় তাদের জরিমানা করা হয়েছে।