সদ্য ভুমিষ্ট কন্যা সন্তানকে দেখা হলোনা পোল্যান্ড প্রবাসী কুলাউড়ার জুবেদের
প্রকাশিত হয়েছে : ৬:২৫:৫৩,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার:
কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের জালালাবাদ কটিয়া গ্রামের পোল্যান্ড প্রবাসী জুবেদ আহমদের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে এলাকায়। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে পোল্যান্ডের রাজধানী ওরাশাতে নিজ কক্ষে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। মৃত্যুর খবরে পরিবার ও বাড়ীর লোকজনের মাঝে শোক বিরাজ করছে। মা বার বার কান্নায় মুচড়ে পড়ছেন।
কয়েক বছর থেকে পোল্যান্ডে প্রবাস জীবন যাপন করা জুবেদ আহমদ দেশে এসে ২০১৯ সালের জানুয়ারিতে বিয়ে করেন। গত আড়াই মাস আগে এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু কন্যা সন্তানের মুখ সরাসরি দেখা আর হলো না। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ভাই-বোন ও সদ্য জন্ম নেয়া মেয়ে সন্তান রেখে গেছেন।
পোল্যান্ড প্রবাসি বাবু কাওছার জানান, রোববার স্থানীয় সময় বিকেল ৪টায় মৃত জুবেদ ভাই আর আমি একসাথে দুপুরের খাবার খাই। খাওয়া শেষে জুবেদ ভাই আছরের নামাজ পড়েন আমি আমার রুমে চলে যাই। রাত ৮টায় উনার রুমে গিয়ে দেখি উনি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ হাসপাতালে নিয়ে যায়। পরে আমি জুবেদ ভাইয়ের মোবাইলে শেষ কলে কথা বলা লোককে কল দিয়ে বিষয়টি জানাই।
জুবেদর ছোট ভাই সাকের জানান, আমার সাথে রাতে উনার কথা হয়েছে তখন উনি সুস্থ ছিলেন । পরে বাংলাদেশ সময় রাত আড়াটার দিকে খবর পাই আমরা ভাইয়া মারা গেছেন। হাসপাতালে রয়েছে মরদেহ। ইতোমধ্যে ভাইয়ার কোম্পানির কর্মকর্তারা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করছেন জেনেছি।