গোয়ালাবাজারে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রচারণায় থিম সং প্রকাশ
প্রকাশিত হয়েছে : ৭:৪৫:৪১,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে গোয়ালাবাজার ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মানিক মিয়ার পৃষ্টপোষকতায় ১৫ ফেব্রুয়ারী শনিবার পর্দা উঠছে নান্দনিক চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনের আগেই প্রচারণার জন্য থিম সং প্রকাশ করা হয়েছে। গান গেয়েছেন কন্ঠশিল্পী প্রিয়াংকা চক্রবর্তী। নান্দনিক এই ফুটবল টুর্নামেন্টে ১ম পুরস্কার হিসেবে থাকছে গোল্ডকাপ, ২য় পুরস্কার থাকছে মোটরসাইকেল, ৩য় পুরস্কার এলইডি টিভি।
এই টুর্নামেন্টকে সামনে রেখে উপজেলার গোয়ালাবাজারসহ সিলেট ব্যাপী চলছে প্রচার- প্রচারণা। সাঁটানো হয়েছে ব্যানার,ফেস্টুন আর পোস্টার।নির্মাণ করা হচ্ছে তোরণ। টুর্নামেন্টের জন্য প্রস্তুত করা হচ্ছে নিজ করনসী স্কুল সংলগ্ন মাঠ। টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দল গুলো ও ব্যস্ত সময় পার করেছে অনুশীলনে। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ফুটবলের মহারণে মাতবে ওসমানীনগর। এখন শুধু সময় গণনার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। পা-বলের নৈপুণ্য উপভোগে মুখিয়ে আছেন এই জনপদের দর্শকরা।
টুর্নামেন্টের পৃষ্টপোষক গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, ফুটবল খেলাটি সফল ও সুন্দর করতে সবার সহযোগিতা কামনা করছি।এলাকার ফুটবল প্রেমীদের কথা চিন্তা করেই এমন আয়োজন ।
গোয়ালাবাজারে মানিক মিয়া চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের থিম সং প্রকাশ
Posted by surmanews24.com on Sunday, February 9, 2020