হবিগঞ্জে কম দামে ‘কাটা ইলিশ’
প্রকাশিত হয়েছে : ৬:৫৯:১৬,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
কেটে পিস করে বিক্রির জন্য রাখা মাছের নাম দেয়া হয়েছে ‘কাটা ইলিশ’। দেখতে ইলিশের মতো। কিছুটা ঘ্রাণও পাওয়া যায়। দাম বেশ কম, মানুষজন কিনছেও।
সম্প্রতি হবিগঞ্জের বিভিন্ন স্থানে একশ্রেণির বিক্রেতারা পিস পিস করা সামুদ্রিক মাছকে পদ্মার ‘কাটা ইলিশ’ বলে দেদারছে বিক্রি করছে।
মাত্র ২০০ টাকা কেজি হওয়ায় মানুষ প্রতিযোগিতা করে কিনছে। বর্তমানে বাজারে মাঝারি আকারের এক কেজি ইলিশ মাছ ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজার রেলওয়ে গেটে সুমন মিয়া পিস করা মাছ ‘কাটা ইলিশ’ বলে বিক্রি করছেন। এ সময় কয়েকজন ক্রেতা বলেন, এ সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। পানির দরে ইলিশ মাছ বিক্রয় হচ্ছে।
বিক্রেতা সুমন মিয়া বলেন, ‘কাটা ইলিশের’ দাম চান ৪০০ টাকা কেজি। কখনো কখনো ১০০ টাকা কেজি বিক্রি করেন। খেলে বুঝা যাবে, মাছটি কত সুস্বাদু।
জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাদা খসরু বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।