নবীগঞ্জে চিকিৎসা করাতে গিয়ে সড়কে প্রাণ হারালেন বৃদ্ধা
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ৬:২৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইউনিক পরিবহণের চাপায় ফুলজান বিবি (৬৮) এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার দুপুর ২টার দিকে উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফুলজান বিবি উপজেলার দীঘলবাক ইউনিয়নের মশিবপুর গ্রামের মৃত ওয়াছিল উল্ল্যাহর স্ত্রী।
জানা যায়, উপজেলার মিনাজপুর গ্রামে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন ফুলজান বিবি। বাড়ি ফেরার পথিমধ্যে মিনাজপুর স্কুলের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির সিলেট গামী একটি যাত্রী বাস ঢাকা মেট্রো(ব-১৫২৫৬৬) ফুলজান বিবিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফুলজান বিবির মৃত্যু হয়। পরে ঘাতক বাসটিকে আটক করে স্থানীয় লোকজন। এসময় চালক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার সালমান ফারসি, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আজিজুর রহমান, শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া ঘটনাস্থলে ছুঠে যান।
এসময় উত্তেজিত জনতা স্থানীয় লোকজনের সাথে আলাপ-আলোচনা করে প্রায় এক ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।