তাজপুর ডিগ্রী কলেজ ছাত্র সংসদ ৯৬/৯৭ এর পূনর্মিলনী ও মধ্যাহ্নভোজ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৬:৩৭:০৩,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগরের তাজপুর ডিগ্রী কলেজ ছাত্র সংসদ ৯৬/৯৭ এর পূনর্মিলনী ও মধ্যাহ্নভোজ সম্পন্ন হয়েছে। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্র সংসদের ভিপি সাহেদ আহমেদ মুছার সাদিপুরস্থ বাসভবনে এ পূনর্মিলনী ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, তাজপুর ডিগ্রী কলেজ ছাত্র সংসদ ৯৬/৯৭ এর ভিপি বর্তমান সাসেক্স যুবলীগের সভাপতি সাহেদ আহমেদ মুছা, জি এস বর্তমান ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমেদ সেকেল, এজিএস বর্তমান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বাবুল, বার্ষিকী সম্পাদক বর্তমান উমরপুর ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা রুকন আহমেদ চৌধুরী, সমাজসেবা সম্পাদক বর্তমান সাদিপুর ইউনিয়ন পরিষদের মেম্বার বখতিয়ার হোসেন, সহ-সমাজসেবা সম্পাদক বর্তমান ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মুকিদ মিয়া, নাট্য ও প্রমোদ সম্পাদক আঃ মতিন, সহ-বার্ষিকী সম্পাদক বর্তমান বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি আনিসুজ্জামান সেলিম, সহ নাট্য ও প্রমোদ সম্পাদক আঃ আজিম মিজান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সেলিম রেজা, সিলেট জেলা যুবলীগের সাবেক সদস্য কিবরিয়া মিয়া, আওয়ামীলীগ নেতা মামুন আহমেদ, এডঃ মাছুম, সেচ্ছাসেবকলীগ নেতা জুনাইদ আহমেদ, উপজেলা যুবলীগ নেতা ইউপি সদস্য সপন আহমেদ, রিপন মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা ফরহাদ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি