ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধার, মহাসড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ৪:২৮:২৩,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০
ছনি চৌধুরী, হবিগঞ্জ:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিনাজপুর নামকস্থানে ইউনিক পরিবহণের চাপায় ফুলজান বিবি(৬৮) এক বৃদ্ধা নিহত হয়েছেন। এঘটনায় ১ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষুব্ধ জনতা।
রবিবার দুপুর ২টার দিকে উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফুলজান বিবি উপজেলার দীঘলবাক ইউনিয়নের মশিবপুর গ্রামের মৃত ওয়াছিল উল্ল্যাহর স্ত্রী।
জানা যায়, রবিবার সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিনাজপুর গ্রামে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন দীঘলবাক ইউনিয়নের মশিবপুর গ্রামের মৃত ওয়াছিল উল্ল্যাহর স্ত্রী ফুলজান বিবি। চিকিৎসা গ্রহণ শেষে বাড়ি ফিরছিলেন বৃদ্ধা ফুলজান বিবি।
পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কস্থ মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির সিলেটগামী একটি যাত্রী বাস ঢাকা মেট্রো(ব-১৫২৫৬৬) ফুলজান বিবিকে মারাত্মক ভাবে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই ফুলজান বিবির মৃত্যু হয়। তখন ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সঈদপুর বাজারে ঘাতক বাসটিকে আটক করে। তখন চালক পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে তিব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, হাইওয়ে পুলিশের সহকারি পুলিশ সুপার সালমান ফারসি,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান,শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়াঁ ঘটনাস্থলে ছুঠে যান। এসময় স্থানীয় জনতা ৭২ ঘন্টার ভিতরে মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে স্পীড-ব্রেকার স্থাপনের দাবী জানান। দাবীর প্রেক্ষিতে উপস্থিত কর্মকর্তারা উত্তেজিত জনতাকে স্পীড-ব্রেকার স্থাপনের আশ্বাস প্রদান করলে প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়াঁ নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পর ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি স্বাভাবিক করি, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়া দাফন কাজ সম্পন্ন করার আবেদন করেছে, আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুঠে যাই,পরে উত্তেজিত জনতার সাথে আলাপ করে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।