ইংরেজি দ্বিতীয় পত্র : সিলেটে বহিস্কার ৭, অনুপস্থিত ৩৯৯ পরিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ৪:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের (এসএসসি) পরিক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে সিলেট বোর্ডে ৭ জন পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ ও পরিক্ষায় অসদুপায় অবলম্বন করায় বহিস্কার তাদের হয়েছে জানায় বোর্ড সূত্র।
বহিস্কৃতদের মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৩ জন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ জন ও নবীগঞ্জ উপজেলায় ১ জন বহিস্কার হয়েছেন। এছাড়া এই বিষয়ে ৩৯৯ জন ছাত্রছাত্রী অনুপস্থিত থেকেছেন।
সিলেট শিক্ষাবোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বোর্ডের অধীনে ১৪৬ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রে মোট পরিক্ষার্থী ছিল ৯৪ হাজার ৫২০ জন। এরমধ্যে পরিক্ষায় উপস্থিত হন ৯৪ হাজার ১২১ জন। অনুপস্থিত থেকেছেন ৩৯৯ জন।
তিনি বলেন, পরিক্ষা চলাকালে অসদুপায়ে তথা নকল করার অপরাধে ৭জন পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়। বহিস্কৃতদের মধ্যে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুরের একটি কেন্দ্রে ২ জন, উপজেলার গোবিন্দপুর কেন্দ্রে ১ জন এবং নবীগঞ্জ উপজেলার আরেকটি কেন্দ্রে এক পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়।
এছাড়া রোববার (০৯ ফেব্রুয়ারি) পরিক্ষা চলাকালে নকল করা ও মোবাইল ফোন নিয়ে পরিক্ষা কেন্দ্রে প্রবেশ করায় সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল স্কুল কেন্দ্রে দু’জন ছাত্রকে বহিস্কার করা হয়। উপজেলার টুকেরবাজার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আরো একজন ছাত্রকে নকল করায় বহিষ্কার করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্যও এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে গত বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথম পত্রের পরিক্ষা চরাকালে নকল করার অপরাধে ৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। বহিস্কৃতরা হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর, গোবিন্দপুর ও দেবপুর উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থী ছিলেন।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসিতে ১৪৬ কেন্দ্রে ৯১২টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ১৬ হাজার ৩৭০ জন পরিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ছাত্র ছিল ৪৯ হাজার ৯৫৩ জন এবং ছাত্রী ৬৬ হাজার ৪১৭ জন। অংশগ্রহণকারীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২১ হাজার ৬৩০, মানবিকে ৮৪ হাজার ৫২৩ এবং ব্যবসা শাখায় ১০ হাজার ২১৭ জন পরিক্ষা দেওয়ার কথা ছিল।