জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ আর নেই
প্রকাশিত হয়েছে : ১:৫২:১৫,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ আর বেঁচে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার বেলা ১১ টায় সিলেট ওমেনস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। তার মরদেহ সুনামগঞ্জ হয়ে জামালগঞ্জে সাচনাবাজারে নিয়ে যাওয়া হবে।
ইউসুফ আল আজাদ তৃণমূলের একজন জনপ্রিয় প্রতিনিধি ছিলেন। তিনি তিনবার উপজেলা চেয়ারম্যান ও তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি ৫ নং সেক্টরের মুজিব বাহিনীর একজন সাহসী গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।