হবিগঞ্জে দুই আনসারকে কোপালো দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে দুই আনসার সদস্যকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় ওই উপজেলার শাহজিবাজার রাবার বাগানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ময়মনসিংহের সইলহরা গ্রামের আশরাফুল ইসলাম, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শৈলিল দেব।
আশরাফুল জানান, সন্ধ্যায় তারা রাবার বাগানে পাহারা দিচ্ছিলেন। ওই সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।
মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, আহত দুই আনসার সদস্যকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে- বনদস্যুরা তাদের ওপর হামলা চালিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।