কাঁচাবাজারে পেঁয়াজের রাজত্ব বেড়েই চলেছে, কমছেনা ঝাঁজ
প্রকাশিত হয়েছে : ১১:০৬:৪৫,অপরাহ্ন ০২ অক্টোবর ২০১৯
সুমন আলী খাঁনঃ
কাঁচাবাজারে পেঁয়াজের রাজত্ব বেড়েই চলেছে। এখনো কমছেনা পেঁয়াজের ঝাঁজ। যা বাজারে অস্তিরতা সৃষ্টি করে অসস্তিতে ফেলেছে স্বল্প আয়ের মানুষকে। সরকারি নানা উদ্যোগেও কমছে না পেঁয়াজের দাম।
গতকালও নবীগঞ্জের বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকায়। এখন বাজার থেকে শুরু করে অফিস-আদালত সব জায়গায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ‘পেঁয়াজ’। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে স্বল্প মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করলেও তার কোনো প্রভাব নেই নবীগঞ্জ উপজেলার কোন বাজারে।
বিভিন্ন বাজার সুত্রে জানা গেছে, এখনো ১২০ থেকে ১৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ। শুধু খুচরা বাজার নয়, পেঁয়াজের মূল্য পাইকারি বাজারেও এখনো বেশি বলে জানিয়েছেন পেঁয়াজ বিক্রেতারা। মধ্যবিত্তরা যেমন তেমন যার যার সাধ্যমত পেঁয়াজ কিনতে দেখা গেলেও নিন্মবিত্তদের পেঁয়াজের ঝাঁজে অশ্রু ভিজে জল পরার মতো অবস্থা। অসহনীয় দামের কারণে পেঁয়াজ কিনতে হাট-বাজারে তেমনটা দেখা মিলছেনা তাদের। গত ৪-৫ দিন ধরে স্বল্প আয়ের মানুষসহ সব শ্রেণি পেশার মানুষকে অসস্তিতে পেলেছে পেঁয়াজের দাম। প্রথমে ৭০ এরপর ৮০টাকা পেরিয়ে এখন ১২০ থেকে ১৩০ টাকা ধরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে বাজারে। অনেকেই পেঁয়াজের এই ঝাঁজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিচ্ছেন বিভিন্ন ধরণের পোস্ট।
উল্লেখ্য, গত রবিবার ভারতে পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞার প্রভাবে সারাদেশের ন্যায় নবীগঞ্জের স্থানীয় বিভিন্ন বাজারে বাড়তে থাকে পেঁয়াজের দাম।