লন্ডনে ব্রিটিশ নাগরিকের হাতে সিলেটি ভাষায় বই, দুঃখ-কষ্ট শেষ অইবো নি ?
প্রকাশিত হয়েছে : ১২:২৮:৫৪,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০১৯
সুরমা নিউজ:
ইংল্যান্ডের রাজধানী লন্ডনে দাঁড়িয়ে ইংরেজিই তো শুনব। এটাই স্বাভাবিক। কিন্তু ইস্ট লন্ডন ঘুরলে আপনি ইংরেজির চেয়ে বেশি শুনবেন আরেকটি ভাষা, সেটি ছিলেটি ! ভাষাটি শুধু সিলেটিরাই রপ্ত করেন নি,এখন ভিনদেশির মুখেও শোনা যায় সিলেটি ভাষা। রাস্তায় দাঁড়িয়ে কোন জিনিষ বিক্রিতে সিলেটি ভাষায় বলছেন, দেইখ্যা লও বাইচ্ছা লও। হস্তা আছে লইলাও। তাদের মুখে সিলেটি ভাষা শুনে স্থানীয়রা অবাক না হলেও হঠাৎ কেউ শুনলে অবাক না হয়ে উপায় নেই।
এমনি একজন ব্রিটিশ নাগরিক স্মাইকেল,শুধু সিলেটি ভাষায় বলছেন “দুঃখ-কষ্ট শেষ অইবোনি ? হাতে তার ছোট এক একটি বই। রাস্তায় দাঁড়িয়ে বইটি বিক্রি করছেন এই ব্রিটিশ নাগরিক।
প্রসঙ্গত, শুরুটা হয়েছিল ১৮৭৩ সালে মাত্র কয়েকজন সিলেটী রাঁধুনিকে দিয়ে। প্রায় দেড়শ’ বছরের ব্যবধানে সেই ‘কয়েকজন’ থেকে প্রায় ৬ লাখ ! বৃটেনে বাংলাদেশী অভিবাসীর সংখ্যাটা এত বিশাল। এরমধ্যে আবার সিলেটীর সংখ্যা শতকরা ৯৭। তাদের অধিকাংশই জন্মসূত্রে সেদেশের নাগরিক।