মামলার স্বাক্ষী হওয়ার কারণে নিরাপত্তাহীন জগন্নাথপুরের ওয়ারিছ
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৯, ৯:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ :
মামলার সাক্ষী হওয়ার কারণে এলাকার একটি সন্ত্রাসী চক্রের হামলা, হয়রানীসহ মানববন্ধন করে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেটের জগন্নাথপুর উপজেলার ওয়ারিছ আলী। রোববার (১৪ জুলাই) উপজেলার মীরপুর ইউনিয়নের গড়গড়িকান্দি গ্রামের মৃত রোয়াব আলীর ছেলে ওয়ারিছ আলী সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা এলাকার নিরীহ মানুষ। কারো বিরুদ্ধে গায়ে পড়ে ঝগড়া লাগাতে চাইনা। আমরা সন্ত্রাসীদের অপপ্রচার ও হয়রানির শিকার। তিনি এদের হাত থেকে নিরাপত্তা চেয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গড়গড়িকান্দি গ্রামের নিরীহ শান্তিকামী কয়েকটি পরিবার এলাকার একটি চিহিৃত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মামলাবাজদের চরম হয়রানি ও অত্যাচারের শিকার। গ্রামের হারিছ উল্ল্যার ছেলে জামদ আলী, ছামির আলীর ছেলে এমরান, মিজান, জামদ আলীর ছেলে আলী আহমদ চক্র দীর্ঘদিন থেকে আমাদের গ্রামের নিরীহ মানুষজনদের উপর বিভিন্নভাবে অত্যাচার চালিয়ে আসছে। এই চক্র কর্তৃক অত্যাচারিত ও নির্যাতিত লোকজনের পক্ষে মামলার স্বাক্ষী হওয়ায় তারা আমাদের ওপর বেজায় ক্ষেপেছে। তারা আমাদেরকে সন্ত্রাসী ও মামলাবাজ সাজানোর জন্য এলাকার কিছু মানুষকে ম্যানেজ করে অপপ্রচারে নেমেছে। এই চক্র আমাদের বিরুদ্ধে মানববন্ধন করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে উঠেপড়ে লেগেছে।’
তিনি বলেন, গত ৬ মার্চ বাড়ির কাজের লোক আফসার উদ্দিনকে এ সন্ত্রাসীচক্র ব্যাপক মারধর করে মারাত্মক জখম করে। আশংকাজনক অবস্থায় আহত আফসার উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর আফসার উদ্দিন বর্তমানে কিছুটা সুস্থ হয়ে ওঠেছে। এ ঘটনায় বিশ^নাথ থানায় মামলা (মামলা নং-২) দায়ের করলেও এই মামলায় তিনি এবং তার চাচা মনোফর আলী, রওশন আলী, বারিক মিয়া সহ কয়েকজনকে স্বাক্ষী করা হয়। স্বাক্ষী হওয়ার কারনে তাদের ওপর এই সন্ত্রাসী চক্রের আক্রোশ বেড়ে যায়। এর অংশ হিসেবে গত ১৩ জুলাই সন্ত্রাসী চক্র ভয় দেখিয়ে ১৫/২০জন মানুষ নিয়ে একটি মানববন্ধনের আয়োজন করে।’
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মামলার স্বাক্ষী হওয়ার কারণে বারবার হয়রানি, হুমকিসহ নানা রকম ক্ষতি সাধনে লিপ্ত রয়েছে তারা। সন্ত্রাসীচক্র শান্তিকামী এলাকাবাসী, আইন শৃংখলাবাহিনী তথা প্রশাসনকে বিভ্রান্ত করতে এ ধরনের অপপ্রচারের আশ্রয় নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল কাদির, ফজর আলী, ইয়াওর আলী, তৈমুছ আলী, আব্দুল মানিক, মনুফর আলী, মনসুর আলী, বারিক আলী, জালাল উদ্দিন, ইকবাল হোসেন, ইলিয়াছ উদ্দিন প্রমুখ