মৌলভীবাজারের শেরপুর কুশিয়ারা নদীর বাঁধ ভেঙ্গে ৩ হাজার লোক পানিবন্দি
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৯, ৬:০৯ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার: মৌলভীবাজারের শেরপুর এলাকায় কুশিয়ারা নদীর বাঁধে ভাঙ্গনের ফলে প্রায় ৩হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছেন। কয়েকদিনের প্রবল বর্ষন ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত শনিবার দিবাগত রাত ৮ টার দিকে মৌলভীবাজারের শেরপুর এলাকায় কুশিয়ারা নদীর বাঁধে ভাঙ্গন দেখা দেয়।
শনিবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোণা জামে মসজিদের পাশে, দাউদপুর সড়কে মধ্যস্থল, ব্রাহ্মণগ্রাম এলাকায় এ ভাঙ্গন দেখা দেয়।
স্থানীয় চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু বলেন, পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় বালু ভর্তি বস্তা ফেলেও পানি আটকানো যায়নি। এতে হামরকোণা, দাউদপুর, ব্রাহ্মণগ্রামসহ প্রায় ৩ হাজার লোক পানিবন্দি হয়ে আছে। ক্ষতিগ্রস্তদের মাঝে শোকনা খাবার বিতরন করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী জানান, এই বাঁধ রক্ষায় ইতিমধ্যে ৪ হাজার বস্তা পাঠানো হয়েছে। কিন্তু এখনও বাঁধটি মেরামত ও ঢলে পানি আটকানো সম্ভব হয়নি।