সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান কামালের মৃত্যুতে মেয়র আরিফের শোক
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৯, ১২:০৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আ ফ ম কামালের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোকবার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, আ ফ ম কামালের মৃত্যু সিলেটবাসীর অপূরণীয় ক্ষতি উল্লেখ করে সিসিক মেয়র বলেন, তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন খাঁটি সমাজসেবককে হারিয়েছে, এ ক্ষতি পূরণ হবার নয়।
তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।