সাবেক পৌর মেয়র আ.ফ.ম কামালের মৃত্যুতে সিলেট বিএনপির শোক
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৯, ১২:০৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
প্রবীণ রাজনীবিদ ও সিলেট পৌরসভার সাবেক মেয়র এডভোকেট আ.ফ.ম কামালের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সিলেট পৌরসভার দুই বারের নির্বাচিত জনপ্রিয় সাবেক মেয়র এডভোকেট আ.ফ.ম কামালের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ মরহুম আ.ফ.ম কামালকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
শনিবার রাতে জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন, সিলেট নগরীর অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জননেতা এডভোকেট আ.ফ.ম কামালের অবদান সিলেটবাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন সজ্জন ও সর্বজন শ্রদ্ধেয় অভিভাবকতুল্য রাজনীবিদকে হারালো, যা সহজে পুরণ হবার নয়।