মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ব্যধি : পুলিশ সুপার ফরিদ
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ১০:২০ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ব্যধি। এ থেকে পরিত্রাণ পেতে হলে পারিবারিক ভাবে সচেতন হতে হবে। নিজের সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, বাড়ি কখন ফিরছে এসব বিষয়ে বাবা-মাকেই খেয়াল রাখতে হবে। পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্সে রয়েছে। আজকের পর থেকে বিয়ানীবাজার থানা পুলিশ মাদকসহ সব বিষয়ে আরো বেশি সক্রিয় হয়ে কাজ করবে।
গতকাল শনিবার স্থানীয় কমিউনিটি সেন্টারে বিয়ানীবাজার থানা পুলিশ আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শংকর কর’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, অতিরিক্ত পুলিশ সুপার রাসেদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, সদর সার্কেল লুৎফুর রহমান, বিয়ানীবাজার পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, মুক্তিযোদ্ধা বাবুল আখতার প্রমুখ।
পুলিশ পরিদর্শক জাহিদুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মাহমদ আলী, শিক্ষক প্রিয়তোষ চক্রবর্তী, সাংবাদিক আহমেদ ফয়সাল, মিলাদ মোঃ জয়নুল ইসলাম প্রমুখ।