গোয়াইনঘাটে বন্যার্তদের পাশে জেলা প্রশাসন
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ৯:২৮ অপরাহ্ণ
গোয়াইনঘাট প্রতিনিধি:
পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে প্লাবিত সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা কবলিত গ্রাম পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেছেন সিলেটের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মীর মাহবুবুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আসলাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল প্রমুখ।
শনিবারে সিলেটের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আলীরগাঁও ইউনিয়ন, পূর্ব জাফলং ইউনিয়ন, লেঙ্গুড়া ইউনিয়ন, তোয়াকুল ইউনিয়ন, ডৌবাড়ী ইউনিয়ন ও নন্দীরগাঁও ইউনিয়নের বন্যায় কবলিত গ্রামের মানুষের মধ্যে ১৭ টন চাল ও দুইশত প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন।