কমলগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী আটক
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ৮:৫৬ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া চা বাগান এলাকা থেকে শ্রীমঙ্গল থানার একটি হত্যা মামলার পলাতক আসামী রতন মিয়া (২৮) কে গত শুক্রবার (১২ জুলাই) রাত সাড়ে ১০টায় আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, আটককৃত রতন মিয়া শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর গ্রামের ফজির মিয়ার ছেলে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা রয়েছে। সে দীর্ঘ এক মাস পলাতক থাকার পর শুক্রবার রাতে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে সুনছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রতন মিয়ার নামে শ্রীমঙ্গল থানায় পারভেজ হত্যা মামলাসহ ৫ টি মামলা রয়েছে।