১০ পরিবারের দুর্ভোগ কমালেন মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ৫:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
প্রায় ৩ দিন পানিবন্দি থাকার পর মেয়রের হস্তক্ষেপে পানিবন্দি অবস্থা থেকে রক্ষা পেলেন সিলেট নগরীর দক্ষিণ কাজলশাহ এলাকার ১০ পরিবারের বাসিন্দা।
গতকাল শুক্রবার (১২ জুলাই) বিকেলে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী নিজে গিয়ে বাঁধ খুলে দিলে পানিবন্দি অবস্থা থেকে রক্ষা পায় পরিবারগুলো।
স্থানীয়রা জানান, সিলেট নগরীর দক্ষিণ কাজলশাহ এলাকার ১৭৬ নম্বর বাসার ১০টি পরিবারের শাপলা গলির পেছন দিকের ড্রেন দিয়ে পানি যাওয়ার পথ ছিল। দীর্ঘদিন ধরে একইভাবে ড্রেন দিয়ে পানি অপসারণ হচ্ছিল। সাম্প্রতিক সময়ে লালা দিঘীরপাড়ের আবুল মিয়া ড্রেন বন্ধ করে অস্থায়ী স্থাপনা নির্মাণ শুরু করেন। এতে করে দক্ষিণ কাজলশাহ’র ১০টি পরিবারের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়ে। গত তিনদিন ধরে তারা পানিবন্দি ছিলেন।
এ খবর পেয়ে শুক্রবার বিকেলে মেয়র আরিফুল হক চৌধুরী ও স্থানীয় ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক সেখানে যান। মেয়র নিজে উপস্থিত থেকে বাঁধ খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আপাতত পানি যাওয়ার জন্য পথ খুলে দিয়েছি। পরে কাউন্সিলরকে নিয়ে সেটির স্থায়ী সমাধান করা হবে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন