তুমুল বর্ষণে ঝুঁকিপূর্ণ জকিগঞ্জের ৫টি বাঁধ : বন্যার আশঙ্কা
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ৬:১১ অপরাহ্ণ
জকিগঞ্জ প্রতিনিধি:
অবিরাম বর্ষণে সিলেটের জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ডুবে যাচ্ছে রাস্তা-ঘাট, পুকুর, জলাশয় ও ফসলী জমি। এতে ব্যপক ক্ষয়-ক্ষতির আশংকা দেখা দিয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে যে কোন সময় নদীর ডাইক ভেঙ্গে পানি ঢুকে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। ঝু্ঁকিতে রয়েছে উপজেলার ছবড়িয়া, মানিকপুর, পিয়াইপুর, রসুলপুর ও নুরনগর বাঁধ।
সিলেটের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত হয়েছে ১২ মিলিমিটার। আগামী তিন থেকে চার দিন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে।
পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, শুক্রবার সুরমা নদীর পানি বিপদসীমার ১০.৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কানাইঘাটে প্রবাহিত হয়েছে বিপদসীমার ১৩.২৯ সেন্টিমিটার উপর দিয়ে। কুশিয়ারা নদীর পানি বিয়ানীবাজারের শেওলায় প্রবাহিত হয়েছে বিপদসীমার ১২.৭০ সেন্টিমিটার উপর দিয়ে। জৈন্তাপুর সারী নদীর পানি প্রবাহিত হয়েছে বিপদসীমার ১১.৬১ সেন্টিমিটার উপর দিয়ে এবং কানাইঘাটে লোভাছড়ার পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ১৪.৬৮ সেন্টিমিটার উপর দিয়ে।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ বলেন, টানা বৃষ্টিতে জকিগঞ্জের নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে। সুরমা ও কুশিয়ারার ডাইক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড সিলেটের শীর্ষ কর্মকর্তাদের সাথে নিয়ে এখন সরেজমিন পরিদর্শন করেছি। যে কোন জরুরী পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।