মৌলভীবাজারের খলিলপুর ইউপিতে ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ৫:১০ অপরাহ্ণ
শেরপুর প্রতিনিধি:
অতিবৃষ্টিতে মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের ৫টি গ্রামে পানি প্রবেশ করার পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলা প্রশাসক কর্তৃক ত্রান বিতরণ করা হয়।
অদ্য ১৩ জুলাই, শনিবার জেলা প্রশাসক কর্তৃক ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ২০০ প্যাকেট শুকনা খাবার ও ২.০০০ মে.টন চাল বিতরণ করেন মৌলভীবাজার জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু প্রমুখ।