বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপরে কুশিয়ারার পানি
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ১২:৫৪ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কুশিয়ারার পানি ৪৩ সেন্টিমিটার ও খোয়াই নদীর পানি ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নবীগঞ্জের আলীপুর, করিমপুর, কসবা, নতুন কসবা, মাধবপুর, জালালপুর, সৈয়দপুরসহ বেশ কিছু গ্রাম প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। এরইমধ্যে কয়েকটি গ্রামে পানি ঢুকেছে।
এতে নদীর তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। যেকোনো সময় নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার আশংকা করছে তারা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।
হবিগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত থেকে ভারী বর্ষণ ও উজাজের পানি কুশিয়ারা ও খোয়াই নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তাওহীদুল ইসলাম আরো জানান, কুশিয়ারা নদীর ঝুঁকিপূর্ণ অংশগুলো মেরামত করা হচ্ছে। খোয়াই নদীর প্রতিটি ঝুঁকিপূর্ণ বাঁধ এরইমধ্যে মেরামত করা হয়েছে। পানি বাড়লেও বন্যার কোনো আশঙ্কা নেই।