বালাগঞ্জ বনিক সমিতির নির্বাচন আজ, কে হচ্ছেন সভাপতি-সম্পাদক তা নিয়ে জল্পনা
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ১২:০৭ পূর্বাহ্ণ
রজত দাস ভুলন,বালাগঞ্জ:
আজ ১৩ জুলাই শনিবার বালাগঞ্জ বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার ও বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম জানিয়েছেন। প্রার্থী ও সমর্থকরা ভোটারের দ্বারে দ্বারে ভোট চেয়েছেন।যোগ্য প্রার্থীদের ভোট প্রদানের জন্য বলেছেন।
এনির্বাচনকে সামনে রেখে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সংলাপের করে ৬ জুলাই। সংলাপে প্রার্থী ও ব্যবসায়ীদের অনেক আশা ও প্রত্যাশা কথাও এসেছে। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বালাগঞ্জ বাসষ্টেশনস্থ এম এ খান অডিটোরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং সহ আইন শৃঙ্খলা রক্ষা কারীকে রাখা হয়েছে। গত ১২ জুলাই সকল প্রার্থী, আহবায়ক কমিটি, আইন শৃঙ্খলা রক্ষাকারী দের নিয়ে সুষ্ট নির্বাচন পরিচালনার জন্য একটি সভা হয়েছে। সভায় সকল প্রার্থী নির্বাচন সুষ্ট হওয়ার আশ্বস্ত করেন। নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, সহকারী নির্বাচন কমিশনার ও বালাগঞ্জ ডিএনএ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবত্তী ৩ সদস্য কে আহবায়ক কমিটি দায়িত্ব প্রদান করেন।
প্রধান নির্বাচন কমিশনার ও বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম জানান, ২২ টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছিলো সবকটিই জমা পড়েছে। প্রার্থীরা ইতিমধ্যে প্রচার প্রচারনা করেছেন। সকল প্রার্থী সহ আহবায়ক কমিটি ও থানা পুলিশ নিয়ে নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা হয়েছে। আশা করছি সুষ্ট নির্বাচন হবে।সকল প্রার্থীরাও আশ্বস্ত করেছেন।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, বালাগঞ্জ বাজার বনিক নির্বাচন সুষ্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। মোট ভোটার ৬৯৫ জন। নির্বাচন কেন্দ্র ১ টি, বুথ ২ টিতে ভোট গ্রহন করা হবে। সভাপতি ১ টি পদের জন্য ২ জন মোঃ জুনেদ মিয়া ( চেয়ার), মোঃ মাখন মিয়া ( ছাতা) সহ সভাপতি ২ টি পদের জন্য ২ জন মোঃ আজাদ মিয়া, মোঃ রকিব আলী জমা দেয়ায় এ পদে নির্বাচন হচ্ছেনা। সাধারন সম্পাদক ১টি পদের জন্য ২ জন কাওছর আহমদ কওছর ( আনারস), সুমন মিয়া ( চাকা), সহ সাধারন সম্পাদক ১ টি পদের জন্য ২ জন ইব্রাহিম আলী সুজন( হাতপাখা), দুলু মিয়া ( ফুটবল), কোষাধ্যক্ষ ১টি পদের জন্য জন্য ২ জন ম আ মুহিত ( বই), মিজানুর রহমান লেচু টিউওবয়েল), দপ্তর সম্পাদক ১টি পদের জন্য ২ জন প্রতিদ্বন্ধি ছিলেন মনির হোসেনকে সমর্থন দিয়ে ইকবাল হোসেন মনোনয়ন পত্র প্রত্যাহার করেন এ পদে নির্বাচন হচ্ছেনা। সদস্য ১নং ব্লকে ৪ টি পদের মধ্য ৫ জন রশীদ আলী ( মই), কাওছর আহমদ ( আম), আবু শাহজাহান( টেবিল), ফয়ছল আহমদ(ডাব), এনামুল হক রাবিদ( কলস) ২নং ব্লকে ৪ টি পদের মধ্য ৫ জন বিপুল রায়, আনোয়ার আলী, মাওলানা জয়নাল আবেদীন, বদরুল ইসলাম মাহি, মনোনয়ন প্রত্যাহারের দিন আমিনুল ইসলাম সুমন মনোনয়ন পত্র প্রত্যাহার করায় এ পদেও আর নির্বাচন হচ্ছেনা।
আজ ১৩ জুলাই শনিবার নির্বাচন। উল্লেখ্য যে,বালাগঞ্জ বাজার বনিক সমিতির নির্বাচনের জন্য গত ১২ জুন তপশীল ঘোষনা করা হয়।১৩ জুুন থেকে ১৭ জুন পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ। ১৮ জুন মনোনয়ন পত্র দাখিল।২০ জুন মনোনয়ন পত্র বাছাই ও প্রাথমিক তালিকা প্রকাশ। ২১ জুন বাছাাই সম্পর্কিত আপিল দাখিল। ২২ জুন আপত্তির উপর শুনানী গ্রহনও বৈধ তালিকা প্রকাশ। ২৪জুন মনোনয়নপত্র প্রত্যাহার ও নির্বাচনী প্রতীক বরাদ্ব। আজ ১৩ জুলাই ভোটগ্রহন।