মৌলভীবাজারে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯, ৫:৫৮ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সিএনজির যাত্রী অজ্ঞাত (৪৫) একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী। চালক পলাতক।
শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে কদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবজার হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৌলভীবাজার মডেল থানার এসআই নোমান মিয়া বিষয়টি নিশ্চিত করেন।