সিলেটে র্যাবের হাতে গ্রেফতার শাহ আরফিন টিলার আলোচিত সেই বশর
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯, ১১:২২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা শাহ আরফিন টিলার আলোচিত ব্যক্তি বহু মামলার আসামী বশর মিয়াকে বৃহস্পতিবার রাত ১০ দিকে তার নিজস্ব বিল্ডিং থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃত বশর মিয়া জালিয়ার পাড় গ্রামের শুকুর আলী পুত্র। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
সুত্রে জানাযায়, রাত ১০টার দিকে বশর মিয়ার বাড়ি ঘেরাও করে রাখে র্যাব। পরে সাড়ে ১০টায় তাকে তার ঘর থেকেই গ্রেফতার করা হয়। এসময় আশপাশ এলাকার শতশত মানুষ বশর মিয়ার বাড়ির সামনে ভীড় জমান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম,বশর মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,সে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি টিমও বশর মিয়া গ্রেফতারে অংশগ্রহণ করেছে বলে জানান তিনি। গ্রেফতারের পর বশরকে র্যাব ৯ এর কার্য্যালয়ে নেওয়া হয়েছে।