বালাগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯, ২:২৯ পূর্বাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৯ পালিত। উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত। ১১ জুলাই সারা দেশের ন্যায় বালাগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বালাগঞ্জ যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও স্বাস্থ্য খাতে সেবা প্রদান করায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ করা হয়।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী মোঃ আব্দুল আউযালের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ হামিদা বেগম। উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) সুমন চন্দ্র দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, ডাঃ তোফায়েল আহমদ, ডাঃ মিথুন চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী এস আর এম জি কিবরিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল রাকিব ভুইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, পূর্বগৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্বপৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন শুরুতে কোরআন তেলাওয়াত করেন ডাঃ শফিকুল ইসলাম ও গীতাপাঠ করেন রাজীব ভট্রাচার্য্য।আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাবুদ্দিন শাহীন, মমতার সুশান্ত দাস, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানোজার এইচ এম ফজলু সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি সহ অতিথিরা স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখার জন্য পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস সেকমো ডাঃ অহীন্দ্র সুত্রধর, এফপিআই শিপ্রা চক্রবর্ত্তী, এফপিআই আব্দুর রব, এফ এফডব্লিউবি শম্পা রানী দাস, গোয়ালাবাজইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র এবং এনজিও সূর্যের হাসি ক্লিনিককে ক্রেষ্ট ও সদন তুলে দেন। অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান শম্পা দাস, অনিতা দে।প্রধান অতিথি বিশেষ অতিথিদের ক্রেষ্ট প্রদান করেন।