বিয়ানীবাজার পৌরশহরে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৯, ৯:৫০ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার পৌরশহরে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে পৌরশহরের ইনার কলেজ রোডে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করার দায়ে পৌরশহরের ইনার কলেজ রোডের জিম্মি রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা এবং ভোগ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান শাহজালাল ভেরাইটিজ স্টোরকে মূল্য তালিকা না থাকার দায়ে ৫’শত টাকা জরিমানা ও আদায় করা হয়।