বিয়ানীবাজারে আ.লীগ, যুবলীগ নেতাকর্মীদের সাথে এমপি নাহিদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৯, ৯:৪৩ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ নুরুল ইসলাম নাহিদ।বৃহস্পতিবার বিকালে উপজেলা সভাকক্ষে মতবিনিময় কালে তিনি সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
মত বিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সহসভাপতি আব্দুল আহাদ কলা, সামছুদ্দিন খান ও হারুণ হেলাল, শ্রমিক ট্রেড ইউনিয়ন সিলেটের সভাপতি ফলিক উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, পৌর মেয়র আব্দুস শুকুর, সহদপ্তর সম্পাদক দেওয়ান মাকুসুদুল ইসলাম আওয়াল, মুক্তিযোদ্ধা বাবুল আখতার, চেয়ারম্যান মাহমদ আলী ও সিহাব উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।