জামালগঞ্জে বন্যা: দুর্ভোগে ২ লক্ষাধিক মানুষ
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৯, ৬:১৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গত ৪ দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সীমান্ত নদ-নদীগুলোতে পানি বাড়ছে। পানি বেড়ে যাওয়া জামালগঞ্জ উপজেলার সড়কে বেশ কিছু জায়গায় তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যহত হচ্ছে।
টানা বৃষ্টি আর ঢলে তলিয়ে গেছে উপজেলার জামালগঞ্জ হতে সুনামগঞ্জ রোড তেলিয়া এলাকার রাস্তা এবং উপজেলার সাচনা বাজার সিএমবি রোড হতে শেলমস্তপুর এলাকার সুনামগঞ্জ রাস্তা এবং ফতেপুর এলাকার সড়ক, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে যাতায়াতে ভোগান্তিতে দুর থেকে আসা ছাত্রছাত্রী ও স্থানীয় লোকজন।
পাহড়ী ঢলের পানি নিম্নাচলে গিয়েও চাপ সৃষ্টি করছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে নদ-নদীর পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। পাহাড়ী ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ উপজেলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক পানির নিচে নিমজ্জিত আছে। সড়কে পানি থাকায় উপজেলার প্রায় ২ লক্ষাধিক মানুষ পড়েছেন দুর্ভোগে।