‘বিশ্বকাপ না, হানিমুন কাপ খেলতে গিয়েছিল ভারত’!
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৯, ৫:৩৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সাবেক বিগ বস প্রতিযোগী, মডেল, অভিনেত্রী, রিয়েলিটি টেলিতারকা ও ‘বিতর্কের রানি’ অভিধা পাওয়া রাখি সায়ন্ত ফের আলোচনায় এলেন। এবার ভারতের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার বিষয়ে কড়া সমালোচনা করলেন তিনি। তার প্রশ্ন, ভারতীয় ক্রিকেটাররা কি ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন, না কি ‘হানিমুন কাপ’ খেলতে গিয়েছিলেন? রাখির ভিডিও-বার্তা অন্তর্জালে ভাইরাল হয়েছে।
ইংল্যান্ডে শুধু ক্রিকেটাররাই যাননি, নিজেদের স্বামীকে মানসিকভাবে চাঙা রাখতে গ্যালারিতে হাজির হয়েছিলেন তাদের স্ত্রীরা। ম্যাচ না-থাকা দিনগুলোতে স্বামীসঙ্গে ঘুরেও বেরিয়েছেন তারা। আর তাতেই চটেছেন অভিনেত্রী রাখি সায়ন্ত। ভিডিও-বার্তায় তিনি বললেন, ‘রোহিত শর্মার স্ত্রী গিয়েছে, বিরাট কোহলির স্ত্রী গিয়েছে, আরো অনেকের স্ত্রী গিয়েছে সেখানে। এ তো ওয়ার্ল্ড কাপ না, মনে হচ্ছে তারা হানিমুন কাপ খেলতে গিয়েছে।’
ভারত হারায় ক্ষোভে ফেটে পড়েছেন রাখি সায়ন্ত। ক্রিকেটারদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘পুরো দুনিয়া, পুরো ভারতের মানুষের চোখ ছিল তোমাদের দিকে। না তারা ঠিকঠাক খেয়েছে, অফিস করেছে, ব্যবসা করেছে। কিছু করেনি তারা। এক মা তার বাচ্চাকে দুধ না দিয়ে বলেছে, বিশ্বকাপ আসলে তারপর দুধ খেতে দেব।’
ক্রিকেটারদের প্রতি রাখির প্রশ্ন, ‘কী হয়েছে তোমাদের, বলো তো? কেন তোমরা সেখানে বউকে নিয়ে গিয়েছ?’
প্রসঙ্গত, গত মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। বৃষ্টির জন্য কেন উইলিয়ামসনদের ইনিংস থেমেছিল ৪৬.১ ওভারে। এরপর বৃষ্টিতে আর খেলা শুরু করা যায়নি। বুধবার ছিল রিজার্ভ ডে। বাকি চার ওভার খেলে কোহলিদের সামনে নিউজিল্যান্ড লক্ষ্য দেয় মাত্র ২৪০ রান। খেলতে নেমে ২২১ রানেই গুটিয়ে যায় কোহলির দল। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে ভারতের ক্রিকেট বিশ্বকাপ অভিযান শেষ হয়। মাত্র ২৪০ রানের লক্ষ্য পূরণ করতে পারেনি বিরাট কোহলির নেতৃত্বাধীন দল। আপাত দৃষ্টিতে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাঁচ রানের মধ্যে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা ফিরে যান। ক্রিকেটপ্রেমী ভারতে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।
কোহলিকে ব্যাঙ্গ করলেন মাইকেল ভন
বিশ্বকাপের জন্য দলের সম্পূর্ণ শক্তি নিয়ে ইংল্যান্ড পারি জমিয়েছিলেন ক্রিকেটের পরাশক্তি ভারত। তাদের সেই শক্তি মত্তাও দেখা গিয়েছিলো গ্রুপ পর্বের ম্যাচ গুলোতে। বিশ্বকাপের গ্রুপ পর্বের ৯টি ম্যাচে মধ্যে কোহলিদের হার ছিলো মাত্র একটি ম্যাচে। আর বৃষ্টির কারণে একটা ম্যাচ পরিত্যাক্ত হলে সবোর্চ্চ ১৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালি ওঠে ভারত। তবে গ্রুপ পর্বের সেই ছন্দ ধরে রাখতে পারেনি শর্মা-ধোনিরা। যার ফলে প্রথম সেমিফাইনালে ১৮ রানে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত।
এদিকে এই হারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমোল আলোচনা হয়। যতটুক আলোচনা ভারতের দল নিয়ে হওয়ার কথা তার চেয়ে বেশী আলোচনা হচ্ছে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে। তারই ধারাবাহিকতায় বর্তমানে বিশ্বের সেরা এই ব্যাটসম্যানকে ব্যাঙ্গ করতে ভুলেনি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
ভারতের বিদায় নিশ্চিত হওয়ার পর পর ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ইংল্যান্ডের সাবেক এই দলপতি। যেখানে দেখা যাচ্ছে রাজপোশাক পরিহিত কোহলি বসে আছেন সিংহাসনে। তাঁর এক হাতে একটি ক্রিকেট বল এবং আরেক হাতে রয়েছে একটি প্লেনের টিকিট। এই পোস্টের পাশে কমেন্টে ভন লিখেছেন, ‘টিকিট প্লিজ।’