ইতালির হাসপাতালে মর্গে অজ্ঞাত বাংলাদেশীর লাশ
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৯, ৪:০২ অপরাহ্ণ
সুলতান রাজু, ইতালি থেকে:
ইতালির ভেনিস শহরের একটি হাসপাতালের মর্গে চৌধুরী এম.ডি জিয়াউল ইসলাম নামে অজ্ঞাত এক প্রবাসী বাংলাদেশীর মরদেহ পড়ে আছে।
নিহতের পরিচয় পেতে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সাহায্য চেয়েছেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু মিয়া।
জানা যায়, দীর্ঘ ২৫ দিন আগে ইতালির ভেনিসে মারা যাওয়ার পর হাসপাতালের মর্গে লাশ পড়ে আছে। কেউ কোন খোঁজ খবর নিচ্ছেনা। নিহতের দেশের বাড়ি নোয়াখালীর লক্ষীপুরে।
এ বিষয়ে মিলান কনসাল জেনারেল অফিস জানায়, এ লাশের খবর তারা এখনো জানেন না। তবে খোঁজ নিয়ে বিস্তারিত জানবেন বলে আশ্বাস দেন।