সিলেটে পুড়লো ৬৯টি মামলার আলামত
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৯, ৩:৫৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
নগরীতে সিলেট জেলা প্রশাসক চত্বরে পুড়ানো হয়েছে নিষ্পত্তিকৃত ৬৯টি মাদক মামলার আলামত।
বৃহস্পতিবার (১১জুলাই) বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
বুধবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের উপস্থিতিতে তা ধ্বং করা হয়।
আলামতসমূহের মধ্যে ফেনসিডিল ৯৫ বোতল, ভারতীয় মদ ২১ বোতল, হেরোইন ১১৬ পুরিয়া, ইয়াবা ট্যাবলেট ২০৮ পিছ, চোলাই মদ ৪৫ লিটার, গাঁজা সোয়া কেজি, বিয়ার ক্যান ১ টি, জেট সিগারেট ২০ হাজার শলাকা।