ঢাকা-সিলেট মহাসড়কে বাসের চাপায় প্রাণ গেলো যুবকের
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৯, ৩:২১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ঢাক-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। উপজেলার শাহপুর নামক স্থানে ফিরোজ মিয়া (৪২) নামের ঐ যুবক মহাসড়ক পারাপারের সময় বাসের চাপায় মারা যান। নিহত ফিরোজ মিয়া উপজেলার বাঘাসুরা ইউনিয়নের আলিনগর গ্রামের প্রয়াত ফজলু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মহাসড়ক পারাপারের সময় কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই ফিরোজ মিয়া নিহত হন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লিয়াকত আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় ফিরোজ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।