গোলাপগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-১
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৯, ১২:১০ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে ২৫পিছ ইয়াবা সহ গোলাম মোহাম্মদ হাম্মাতুল ওরফে হাসান (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামে জেলা মাদক বিরোধী সেল বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গোলাম মোহাম্মদ হাম্মাতুল ওই গ্রামের মৃত আলী মিয়ার পুত্র। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ৩টি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
মাদক বিরোধী সেল’র পুলিশ সুপারের কার্যালয় সিলেটের ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক বিরোধী সেল’র পুলিশের বিশেষ টিম উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তরে অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ি থেকে গোলাম মোহাম্মদ হাম্মাতুলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় নতুন করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১০ (ক) এর ধারায় একটি মাদক মামলা দায়ের করা হয় (মামলা নং-৮/৯-০৭-১৯ইং)। সে এতদিন আত্মগোপনে ছিল বলেও জানান তিনি।