ব্রিটেনের ইউনিভার্সিটি থেকে জগন্নাথপুরের ময়নুলের উচ্চতর ডিগ্রি লাভ
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ১০:৪৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ব্রিটেনের অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ মিডলসেক্স ইউনিভার্সিটি থেকে একাউন্টিংয়ে উচ্চতর ডিগ্রি (বিএ অনার্স) লাভ করেছেন জগন্নাথপুরের ময়নুল খান। সম্প্রতি একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে ডিগ্রির সনদ তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মোঃ ময়নুল খান জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের খানবাড়ীর মোঃ মওছুফ খান ও মিনারা খাতুনের ছেলে। এছাড়া ময়নুল খান হলেন সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী সুহেল আহমদ খান টুনুর ভাতিজা। তিনি দীর্ঘদিন থেকে পরিবারের সাথে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। ময়নুল খান যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।