সিলেট ওসমানী হাসপাতালে ‘বৃদ্ধের’ লাশ, স্বজনের খোঁজে পুলিশ
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ৯:২৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট ওসমানী হাসপাতালের হিমাগারে এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ পড়ে আছে। মরদেহটি হস্তান্তরের জন্য তার স্বজনদের সন্ধান চেয়েছে সিলেট মহানগর পুলিশ।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫, গায়ের রং কালো, মাথায় প্রায় ২ ইঞ্চি পরিমাণ সাদা চুল এবং উচ্চতা আনুমানিক সাড়ে ৫ ফিট। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান- গত ৩ জুলাই আবদুল সামাদ নাম দিয়ে ঠিকানাবিহীন ওই ব্যাক্তি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (রেজি নং ২২৮৮২) ভর্তি হন।
৫নং ওয়ার্ডে তার বিছানা নং ছিল- এক্স ৪৬। ওখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ জুলাই সকাল ১০ টায় তিনি মৃত্যুবরণ করেন। মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুবরণের চারদিন পার হলেও এখন পর্যন্ত তার ঠিকানা ও কোনো আত্মীয় স্বজনের সন্ধান না পাওয়া লাশটি হস্তান্তর করা যাচ্ছে না। এ অবস্থায় পুলিশ তার স্বজনদের সন্ধান চেয়েছে।
যদি কেউ মৃত ব্যাক্তির কোন আত্মীয়-স্বজনের সন্ধান পান তাহলে সিলেটের কোতোয়ালী মডেল থানার এসআই হাবিব আকাশ (মোবা : ০১৭১৮-০১১৮৪০), ওসি কোতোয়ালী (মোবা : ০১৭১৩-৩৭৪৫১৭) এসি কোতোয়ালী (মোবা : ০১৭১৩-৩৭৪৫১৫) এর সাথে যোগাযোগ করার অনুরোধ করার অনুরোধ জানানো হয়েছে।