জুড়ীতে দুই ভুয়া চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ৯:০৮ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় দুজন ভুয়া চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার ( ১০জুলাই) দুপুরে জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অসীম চন্দ্র বনিক অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জুড়ির কামিনীগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক বেলাল হোসেনকে ডাক্তার পদবী ব্যবহার করায় ও এন্টিবায়োটিক ওষুধ লেখায় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন- ২০১০ এর ধারা ২৮ অনুযায়ী এক লাখ টাকা এবং ভবানীগঞ্জ বাজারের ডা: আব্দুল হান্নানকে অতিরিক্ত পদবী ব্যবহার করায় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ধারা ২৯ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই অভিযান পরিচালনাকালে জুড়ি উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ , জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, এবং ও. সি (তদন্ত) আনিুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।