কমলগঞ্জে চা শ্রমিক সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ৬:০২ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চা শ্রমিক সন্তান ৬৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। একই সাথে ২০টি চা শ্রমিক পরিবারে সৌর বিদ্যুৎ ১০টি চা শ্রমিক পরিবারে ১০টি গরু ও ১০টি চা শ্রমিক পরিবারে ১০টি স্যানিটারি লেট্রিন বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১০ জুলাই) বেলা ২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বৃত্তির টাকা, সৌর বিদ্যুৎ, গরু ও স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক অনুষ্ঠানে সভাপতিতে,¡ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী ও মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, সাংবাদিক বিকুল চক্রবর্তী,প্রনীত রঞ্জন দেবনাথ,মুস্তাফিজুর রহমান,নাইম আলী ও রাজু দেশোয়ারা।
অনুষ্ঠানে ¯œাতকে অধ্যয়নরত ১৬ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে, উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত ১৫ জন শিক্ষার্থীকে সাড়ে ৪ হাজার টাকা ও মাধ্যমিকে অধ্যয়নরত ৩২ জন শিক্ষার্থীকে ৪ হাজার টাকা করে মোট ২ লাখ ৮৩ হাজার টাকা প্রদান করা হয়।