তাহিরপুরে বন্যা কবলিত এলাকায় বড়দল ইউপি চেয়ারম্যানের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ৫:৪৩ অপরাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও নিন্মাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। বুধবার (১০জুলাই)দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম তার নিজ ইউনিয়নের পুরানঘাট, শান্তিপুর, জনতা, ব্রম্মাণগাঁওসহ বন্যা কবলিত ৬শতাধিক পরিবারের মাঝে নিজ তহবিল থেকে চিড়া, গুড়, বিস্কুটসহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করেন। এসময় সাথে ছিলেন, আব্দুল আলী, মজিবুর, মোতালিব, রফিকুল প্রমুখ।