নিখোঁজ বাবাকে ফিরে পাওয়ার আকুতি ছাকিবের
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ৪:০১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
নিখোঁজ বাবা হুমায়ুন কবিরকে ফিরে পেতে ছাকিব আহমদ নামের এক ছেলে আকুতি জানিয়েছেন। এ ব্যাপারে তিনি সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ৬৪০, তাং- ০৯/০৭/২০১৯ইং।
জিডি সূত্রে জানা যায়, হুমায়ুন কবির (৫২) ৮ জুলাই আনুমানিক সকাল ১০টায় কাজের উদ্দেশ্যে বর্তমান বাসা থেকে বাহির হয়ে আর ফিরে আসেননি। স্থানীয় সহ সকল আত্মীয় স্বজনদের বাসায় খোজ নিয়েও কোন সন্ধান পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় তার পরণে ছিল কালো ফুল প্যান্ট, সাদা পাঞ্জাবী, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। তিনি সিলেটের আঞ্চলিক বাসায় কথা বলেন। হারিয়ের যাওয়ার সময় তার ব্যবহৃত মোবাইল-০১৭১২ ১০৯৫১৩। এখন পর্যন্ত সেটি বন্ধ পাওয়া যাচ্ছে। যদি কোন সুহৃদ ব্যক্তি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে নিকটস্থ থানা অথবা ০১৬৮১ ৩২৫০৬৭ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।