চিরনিদ্রায় শায়িত লিডিং ইউনিভার্সিটির ছাত্র আবীর!
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ৩:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
নামাজে জানাযা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্র আবির।
বুধবার সকাল ১০টায় খাসদবির জামে মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তবে জানাযা বাদ জোহর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পরিবর্তন করে সকাল ১০টায় করা হয়। জানাযা শেষে হজরত শাহলালাল (রহ.) মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার কয়েকজন বন্ধুকে নিয়ে সাদা পাথর বেড়াতে গিয়েছিলেন তিনি। এরপর ধলাই নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যান। ডুবুরিরা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাননি। অবশেষে মঙ্গলবার তার লাশ ভেসে উঠে।