নবীগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ১১:২৮ অপরাহ্ণ
ছনি চৌধুরী,হবিগঞ্জ:
হবিগঞ্জে নবীগঞ্জে পিতার বাড়ি থেকে হাবিবা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সুলতানপুর গ্রামে এঘটনা ঘটে। হাবিবা বেগম(২২) ওই গ্রামের রিপন মিয়ার মেয়ে ও একই গ্রামের নুরুল আমীনের স্ত্রী।
জানা যায়, উল্লেখিত সময় পিতা রিপম মিয়ার বাড়িতে হাবিবা বেগম গলায় সাড়ি দিয়ে বসতঘরের তীরের সাথে ফাঁস লাগায়। পরে তার পরিবারের লোকজন তার ঝুলন্ত দেহ ঘরের তীরের সাথে ঝুলতে দেখে লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, একই গ্রামের রিপন মিয়ার সাথে প্রায় ১বছর পূর্বে হাবিবা বেগম এর বিয়ে হয়। কিছুদিন পূর্বে হাবিবা বাবার বাড়ি বেড়াতে আসে। এদিকে কী কারণে হাবিবা গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে কেউ এর সুস্পষ্ট ভাবে বলতে পারছে না ।
তবে গুঞ্জন রয়েছে পারিবারিক কলহের জের ধরে হাবিবা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেন। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. গোলাম দস্তগীর এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।