বালাগঞ্জে তালামীযের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ১০:২৫ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
শিক্ষার্থীদের জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করার পাশাপাশি মানবিক জ্ঞান অর্জন করতে হবে। মানবতার জন্য নিজের জীবন উৎসর্গ করতে হবে। বর্তমান সময়ে মেধাবীদের কোন অভাব নেই। কিন্তু ছাত্র-শিক্ষক সকল প্রকার মানুষের মধ্যে মানবতা’র অভাব রয়েছে। তাই শিক্ষার্থীদেরকে এ বিষয়টি মাথায় রেখে আগামী দিনে মেধাবী হওয়ার পাশাপাশি মানবতার জ্ঞান অর্জন করে দেশ ও জাতীর জন্য কাজ করতে হবে।
আজ মঙ্গলবার বিকালে স্থানীয় বালাগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি নাজমুল ইসলাম শিহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা হাবিবুর রহমান ইমাদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক মুহাম্মদ তৌরিছ আলী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট মহানগর সভাপতি মো: জাহেদুর রহমান, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক কবির আহমদ।
বক্তারা ভারতে নির্বিচারে মুসলমানদের হত্যা, নির্যাতন, বাড়িঘরে হামলা ও মসজিদে হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি তীব্রনিন্দা জানান।
আনজুমানে আল-ইসলাহ বালাগনজ উপজেলা’র সহ-সভাপতি কাজী মনজুর আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তহুর, যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মাসুক আহমদ, কবি জালাল আহমদ খালিছাদার, বালগনজ সদর ইউনিয়নের কাজী সিরাজুল হক, ওসমানীনগর উপজেলা প্রেসক্রাবের সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বালাগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুল হাকীম, আব্দুস সালাম, আতিকুর রহমান, রাজনগর উপজেলা সাবেক সভাপতি মো: গৌছুজ্জামান, রমজান আলী, রাজনগর উপজেলা সভাপতি সাহেদ আহমদ, ওসমানীনগর সভাপতি মাহবুব খাঁন, উপজেলা’র সাবেক সহ-সভাপতি মো: মনজুর হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা’র সহ-সভাপতি মো: রাকিব আলী, সহ-সাধারণ সম্পাদক শাহ ফয়সল আহমদ মিছলু, সাংগঠনিক সম্পাদক মো: জাকির খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, শাহিন খাঁন, প্রচার সম্পাদক মারুফ আলম মিজু, সহ- প্রচার সম্পাদক রেজাউল করিম, অর্থ সম্পাদক শেখ জুবায়ের আহমদ, অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, সহ-অফিস সম্পাদক মনিরুজ্জামান, রাজু আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক আখতারুজ্জামান, জামিল আহমদ প্রমূখ।