পুলিশ সুপার ফরিদ উদ্দিনের সাথে সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ৮:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের নবাগত পুলিশ সুপার ফরিদ উদ্দিন এর সাথে সাংবাদিক ইউনিয়ন সিলেট এর মতবিনিময় সভা ৯ জুলাই মঙ্গলবার দুপুর ২টায় পুলিশ সুপারের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন সিলেট এর সভাপতি নজরুল ইসলাম শিপার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশীদ, অর্থ সম্পাদক রায়হান আহমদ রেহান, প্রচার সম্পাদক নুরুল আমিন খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদিকা লিজা তালুকদার, নির্বাহী সদস্য জাকারিয়া হোসেন জাকির, সাধারণ সদস্য ইবান হোসেন, মিজান আহমদ, তান্নি বেগম আয়েশা, কবির আহমদ প্রমুখ।
এ সময় পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, সিলেট জেলায় কর্মরত পুলিশ সাংবাদিক একযোগে মিলেমিশে কাজ করার জন্য আহবান জানান। তিনি বলেন, সিলেট জেলার সকল থানায় সাধারণ ডায়েরী (জিডি) গ্রহণে কেউ অনিহা প্রকাশ করলে তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি তিনি সকল অফিসার ইনচার্জকে অবগত করেছেন। তিনি আইন-শৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। চুরি, ডাকাতি, ধর্ষণ ও মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি