সিলেট নগরীতে অসামাজিক কাজে জড়িত অভিযোগে ১১জন আটক
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ৭:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১১ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসি হোটেলে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে ৮ নারী উক্ত হোটেলের ম্যানেজার রয়েছেন।
আটককৃতরা হচ্ছেন- সিলেটের দক্ষিণ সুরমার পশ্চিমগাঁওয়ের ইমাদ আলী ইসমাইল (৪১), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চন্ডিপুর গ্রামের মুজিব (৪৫), একই এলাকার বাঘমারা গ্রামের শাহনাজ বেগম (৩০), হোটেলের ম্যানেজার মাগুরা জেলার শ্রীপুর থানার আপদা পাড়া গ্রামের ছাহাবুল ইসলাম (৪২), ঠাকুরগাঁও জেলার পীরগাঁও থানার বেগুনগাঁ গ্রামের মনিষা আক্তার (২৪), ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার আকুয়া এলাকার আফসানা বেগম (২১), গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানার উত্তর ভাঙ্গামোড় গ্রামের মিম আক্তার (১৯) , চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পনিশহর গ্রামের লিমা বেগম(২৫), কক্সবাজার সদর উপজেলার রাবেতা গ্রামের সুমি বেগম (২০), শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের রুমকি বেগম (২৪) ও কুমিল্লার দাউদকান্দি থানার শহিদনগর গ্রামের অঞ্জনা আক্তার (২৭)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।