জিডিএফ’র প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ফ্রি সংগীত প্রশিক্ষণের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ৭:৩২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস বলেছেন, শিল্পীরা সংগীত পরিবেশন করার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শিল্পীরা গানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন। নতুন প্রজন্মকে জ্ঞান অর্জনের পাশাপাশি বেশি করে সংগীত চর্চায় আগ্রহী করতে হবে।
তিনি বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে অনেক মেধা রয়েছে। তাদের মেধার বিকাশ ঘটাতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
তিনি গতকাল ৯ জুলাই মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর কার্যালয়ে জিডিএফ’র প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফ্রি সংগীত প্রশিক্ষণের উদ্বোধীন অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
জিডিএফ’র ভাইস চেয়ারম্যান, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আহমদের সভাপতিত্বে ও ম্যানেজার স্বপন মাহমুদ এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র নির্বাহী পরিচালক বায়জিদ খান। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কবি ডাঃ শামসুননুর মানব।
বক্তব্য রাখেন মেঠোসুর এর সাধারণ বিমান তালুকদার, জিডিএফ’র হিসাব রক্ষক নমিতা রাণী, শিক্ষক সাবিনা ইয়াসমিন, খালেদা আক্তার, শক্তি তালুকদার প্রমুখ। এছাড়াও জিডিএফ’র শিক্ষার্থী উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি