জকিগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাজনা, সম্পাদক মাজেদা
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ১১:০০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
জকিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল সোমবার সড়ক ও জনপথের ডাকবাংলো প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সিলেট জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরীকে সভাপতি ও জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলীকে সাধারন সম্পাদক করে ১০১ সদস্যে কমিটি গঠন করা হয়। অধিবেশন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছালমা বাছিতের সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানার সঞ্চলনায় সম্মলন অনুষ্টিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্টাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ পৌর মেয়র মুক্তিযোদ্ধা হাজি খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মেস্তাাকিম হায়দর, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাছিত, সহ সভাপতি শামসুন নাহার মিনু, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, যুগ্ম সম্পাদক হেলেন আহমদ, মাধুরী গুন, সাংগঠনিক সম্পাদক এ জেড রওশন জেবীন রুবা, সহ সাংগঠনিক সম্পাদক রেহানু পারভীন রেনু, তথ্য ও গবেষনা সম্পাদক সাজেদা পারভীন, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আহাদ, সাধারন সম্পাদক বেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক নাসিম আহমদ, আওয়ামী লীগ নেতা আহমদুল হক চৌধুরী বেলাল প্রমূখ।