মৌলভীবাজারের বেপরোয়া সেই “স্টেপ সাগর” আটক
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ১০:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজ :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বেপরোয়া কর্মকাণ্ডের সাথে জড়িত সাগর মিয়া (স্টেপ সাগর) (১৭) ও তার সহযোগী দিপ সাগর(১৮)কে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ জুলাই)সন্ধ্যা ৭ টার দিকে হবিগঞ্জ জেলার তেলিয়া পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান তাকে আটকের পর তার স্বীকার উক্তি মোতাবেক বনশ্রী নার্সারী থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উল্লেখ্য একের পর এক হামলার ঘটনা ঘটিয়ে চলেছে সে। তার সঙ্গে বিরোধ বাঁধলেই হাত-পা কেটে রক্ত ঝরাচ্ছে। সর্বশেষ সে শ্রীমঙ্গল পৌরসভার বর্তমান মেয়র মো. মহসীন মিয়া মধুর ভাতিজা ইমানী হোসেন অন্তরকে চাপাতি দিয়ে কুপিয়ে তার বাম হাতের সব রগ কেটেছে। অন্তর এখন ঢাকার এ্যাপোলো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।