সিলেটে ওসমানী হাসপাতালের চিকিৎসক ডা. হাবিবুল্লাহর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ১০:০৯ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট নগরীর শামীমাবাদ এলাকার ডা. আব্দুর রহমান সড়কের হলিভিউ ১২ নং বাসা থেকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক। সোমবার (৮ জুলাই) রাত ৮ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই বাসা ভাড়া নিয়ে একা বসবাস করতেন।
জানা গেছে, হাবিব উল্লাহ খান আজ (সোমবার) সারাদিন তার কর্মস্থলে না আসায় মেডিকেল কর্তৃপক্ষ তার বাসায় খুঁজতে গিয়ে মৃতদেহ দেখতে পান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসে। এদিকে সকাল থেকে ঢাকায় অবস্থানরত তার স্ত্রী কল দিলে তিনি রিসিভ না করলে তার নিকটাত্মীয়দের ব্যাপারটি জানালে তারা বাসায় আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘক্ষন দরজায় ডাকাডাকি করার পর ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় তারা পুলিশকে অবহিত করেন।
পরে লামাবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নুরুল আমীনের নেতৃত্বে একদল পুলিশ দরজা ভেঙ্গে বিছানায় ঘুমন্ত অবস্থায় তার লাশ পান।
ঘটনার খবর পেয়ে ওসমানী মেডিকেলের বেশ কয়েকজন সহকর্মী তার বাসায় ভিড় করেন।
এদিকে ওসমানী মেডিক্যাল পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই ওমর ফারুক জানান, হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি স্ট্রোক করে মারা গেছেন।